কাউনিয়ায় বাবার লাশ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সুমনা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
কাউনিয়ায় পিতার লাশ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সুমনা আক্তার। গত বুধবার ভোরে ফজরের নামাজ পরে সুমনার পিতা শাজাহান আলী (৫০) বাড়ী থেকে বের হয়ে যায়। সারাদিন তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে ওই দিন সন্ধ্যায় তার লাশ উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৌলভীবাজার মানাষ নদীতে ব্রীজের নীচে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন শাজাহান আলীর লাশ শনাক্ত করে।
পুলিশ শাজাহান আলীর লাশ বৃহস্পতিবার সকালে রংপুর মর্গে প্রেরণ করে। বাবার শোকে কাতর সুমনা আক্তার পিতার লাশ মর্গে রেখেই কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলতি এসএসসি ১ম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়। মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক ও কেন্দ্র সচিব মোঃ আইয়ুব আলী বলেন সুমনার বাবা মারা যাওয়ার সংবাদটি আমার জানা ছিল না। পরে তার পিতার মৃত্যুর সংবাদ জানার পর তার উপর নজর রেখেছি। পরে সে কিছু টা স্বাভাবিক হয়ে পরীক্ষা সুন্দর ভাবে শেষ করে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, ময়না তদন্ত শেষে বলা যাবে আসলে কি ভাবে তার মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত