কাউনিয়ায় বস্তাবন্দি অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২৭ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০০:০১

কাউনিয়ায় উপজেলার কুর্শা ইউনিয়নের বিষ্ণুপুর জুম্মারপাড় নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে জমির উদ্দিনের বাড়ির কাছে বাঁশ ঝাড় থেকে উদ্ধারকৃত বস্তাবন্ধি অজ্ঞাত যুবকের পরিচায় পাওয়া গেছে। কাউনিয়া থানা সূত্রে জানাগেছে বস্তাবন্দি অজ্ঞাত যুবক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ডাকঘর- যাদুরচর, ধনারচর গ্রামের মোঃ তয়জুল ইসলাম এর পুত্র মোঃ খোকন মিয়া (২০)। 

তাকে কাউনিয়া থানা পুলিশ হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে আটারদিকে বিষ্ণুপুর জুম্মারপাড় নামক স্থান থেকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। উদ্ধারকৃত যুবক এখনও কথা বলতে পারছেনা। সে এখনও কাউনিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত