কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১০:০২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:২৬

কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের খেলা গত সোমবার উদ্বোধন করা হয়। কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে ৭টি বালক ও ৭টি বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত