কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:১২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে বৃহস্পতিবার উদযাপন করেছে কাউনিয়া উপজেলা প্রশাসন।

দিবসটিতে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতাকর্মীরা। এসময় জাতীয় সংঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ওড়ানো হয়। টিপুমুনশি অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার পর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রাংকন, দেশাত্ববোধক সঙ্গীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এরআগে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বালাপাড়া আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, ছাত্রলীগ সাবেক সভাপতি ফেরোজ সরকার, সহসভাপতি জামিল হোসেন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আঃ হালিম প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নানা কর্মস‚চীর মধ্যে দিয়ে দিবসটি পালন করেছ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত