কাউনিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১১:২৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার হারাগাছে পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান (২৩) নামের এক যুবক কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে। আহত যুবক কে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক ও থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের রফিকুল ইসলামের পুত্র মিজানুর রহমান গত সোমবার মায়ের চিকিৎসার জন্য হারাগাছ পৌর সভার উদ্যেশ্য বাড়ি থেকে বের হয়ে জামতলা-বাংলা বাজার রাস্তা দিয়ে মটর সাইকেল যোগে যাওয়ার সময় মন্টুর ডোবার সামনে পৌঁছিলে পূর্বশত্রুতার জের ধরে একই উপজেলার কুর্শা ইউনিয়নের গদাধর গ্রামের আঃ মালেকের পুত্র দুলাল রানা বাদল (২৮), একই গ্রামের গেদু শেখের পুত্র আঃ সালাম (৫২)ও তার পুত্র আশরাফুল আজাদ (২৪) চন্ডিপুর গ্রামের হামিদ মাষ্টারের পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও মীরবাগ কলেজ পাড়ার কানন (২৪) সহ ১০/১৫ জন তার পথরোধ করে তাকে মটর সাইকেল থেকে মাটিতে ফেলে মারপিট করে গুরুত্বর জখম করে এবং তার কাছে থাকা ৭৫ হাজার ছিনিয়ে নেয়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা জীবন নাশের হুমকি দিয়ে ঘটনা স্থল থেকে সটকে পরে। স্থানীয়রা মিজানুর রহমান কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মিজানুর রহমানের পিতা বাদী হয়ে হামলা কারী যুবক সহ ১০/১৫ অজ্ঞাত ব্যক্তির নামে থানায় অভিযোগ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত