কাউনিয়ায় নিখোঁজ ৩ শিশু ফিরে এসেছে
প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ১৯:০৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:২১
কাউনিয়ায় নিখোঁজ ৩শিশু বাড়ি ফিরে এসেছে। বুধবার দুপুরে তারা বাড়ি ফিরে আসে। গত ৩০ জুলাই শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় স্কুল মাঠে খেলা দেখতে এসে তারা নিখোঁজ হন। ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম (১১) জানায়, প্রায় দুই সপ্তাহ আগে তারা তিন বন্ধু মিলে পরিকল্পনা করে বঙ্গবন্ধু সেতু দেখতে যাবে। গত শনিবার স্থানীয় মাঠে খেলা দেখতে আসে তিন বন্ধু। পরে তারা কাউনিয়া স্টেশনে রংপুর এ·প্রেস ট্রেনে উঠে ঢাকা যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে কাজ করে পাঁচ শত টাকা আয় করে। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে বুধবার বাড়িতে চলে আসে। একই কথা জানায় আব্দুল্লাহ আল পলাশ।
সাজেদুলের পিতা নুর আলম ও আব্দুল্লাহ আল পলাশের পিতা মোশারফ হোসেন বলেন, আমাদের সন্তানেরা বুকে ফিরে আশায় আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। কাউনিয়া থানার এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, এ বিষয়ে গত সোমবার থানায় সাধারণ ডায়রী হয়েছিল। তবে নিখোঁজ তিন শিশু বুধবার দুপুরে বাড়ি ফিরে এসেছে। তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঢাকায় গিয়েছিল। নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে আসায় তাদের পরিবারের লোকজন আনন্দিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত