কাউনিয়ায় নানা আয়োজনে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮
সাহসে সংগ্রামে অবিচল আস্থায় শ্লোগান নিয়ে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে কাউনিয়ায় সোমবার পালন করা হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও স্বজন সমাবেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুস ছালাম। উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ এর উপদেষ্টা ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুল, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, সাইদুল ইসলাম, জসিম সরকার, মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, হ্যাপি আক্তার, আসলাম খান, স্বজন সমাবেশ এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়, সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান প্রমূখ। পরে যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা আবু বক্কর দিদ্দিক। পরে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত