অর্ধদিবস কর্মবিরতি পালন করছে

কাউনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীরা  

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৮ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:১৭

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের ন্যায় কাউনিয়া উপজেলয় অর্ধদিবস কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কল্যাণ পরিষদ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবে তারা। 

মঙ্গলবার কাউনিয়ায় উপজেলা পরিষদে কর্মবিরতি পালন কালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যে কোনো কঠিন দুর্যোগ মোকাবিলায় জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ, পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃক্সখল আন্দোলন করে আসছে। সেই আনেদালনে সুফল না পেয়ে কেন্দ্রীয় কর্সূচির অংশ হিসেবে আমরা কাউনিয়ায় কর্মবিরতি পালন করছি। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে, মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তারা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত ও বঞ্চিত। যৌক্তিক ভাবেই আমাদের দাবী গুলো মেনে নিতেই কর্মবিরতি পালন করছি। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যদি যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ আরও কঠোর কর্মসূচিতে যাবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত