জনমনে আতংক

কাউনিয়ায় দিনে দুপুরে দুধর্ষ বাড়ি চুরি!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের সানাই মোড়ের পাশে মৃত হরি বংশের ছেলে অবসর প্রাপ্ত জজ কোটের পেশকার বিনোদন প্রসাদ গুপ্তার বাড়িতে গত বুধবার দিনে দুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, বিনোদন প্রসাদ গুপ্তার মা নিজপাড়া গোপালগঞ্জে তার বাড়িতে মৃত্যু বরণ করায় তারা সকালে বাড়িতে তালা দিয়ে তাকে দেখতে যান। এই সুবাদে সংবদ্ধ চোরের দল বাড়ির গ্রিল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৭ভরি স্বর্ন, ২৫ভরি রুপা ও নগদ দেড়লাখ টাকা পালিয়ে যায়। দিনে দুপুরে এধরনের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা স্থল কাউনিয়া থানা পুলিশ পরিদর্শন করেছে। কাউনিয়ায় বেশ কিছু দিন থেকে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত