উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি

কাউনিয়ায় দানা'র প্রভাব কৃষকের সোনালী স্বপ্ন ভঙ্গ

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১৭:৫০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪২

 রংপুরের কাউনিয়ায় ঘুর্ণিঝড় দানা'র প্রভাবে বৃষ্টি আর বাতাসে ক্ষেতের আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে কৃষকের সোনালী স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। বৃষ্টি আর প্রবল বাতাসে উঠতি ধান মাটিতে নেতিয়ে পড়েছে। 

সরেজমিনে শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দানা'র প্রভাবে বৃষ্টির সাথে বাতাস বয়ে যাওয়ায় উঠতি আমন ধানের খেত বিশেষ করে স্বর্ণা ও বি আর-১১ জাতের ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে। অনেক কৃষক কয়েকটি করে ধান গাছ একত্রে বেঁধে দাঁড় করানো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত আমন খেতে পানি জমে আছে সে জমিতে নেতিয়ে পড়া ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায় উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষা হয়েছে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮৮০ মেট্রিক টন। চানঘাট গ্রামের কৃষক আঃ রাজ্জাক বলেন তার ৪৮শতক জমির ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে। নিজপাড়া গ্রামের কৃষক জহির রায়হান বলেন তার ৫০ শতক জমির ধান খেত বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। আসাদুজ্জামান আসাদ জানান তার ২৮ শতক জমির ধান খেত মাটিতে নুয়ে পড়েছে। এতে তাদের সোনালী স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো। এখন আর আশাতীত ফলন পাবো না শুধু খড় কেটে নিয়ে যেতে হবে। অনেকে ধান কেটে গরুর খাদ্য হিসেবে বিক্রি করেদিচ্ছে।

দানা'র প্রভাবে কি পরিমাণ ধানের ক্ষতি হয়েছে সে তথ্য এখনো কৃষি বিভাগ দিতে পারেনি। তবে কৃষক সূত্রে জানাগেছে বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার হেক্টর জমির ধান মাটিতে নেতিয়ে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার বলেন বাতাসে কিছু ধান মাটিতে পড়ে গেছে। বাতাস কমে গেলে ধান গাছ আবার দাঁড়িয়ে যাবে। খেতের তেমন ক্ষতি হবেনা। কী পরিমান ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে তার সঠিক তথ্য হাতে আসে নাই তবে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসাররা খোঁজ নিচ্ছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত