কাউনিয়ায় জুয়ার সামগ্রীসহ চার জুয়ারু গ্রেফতার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ২০:৪৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮
কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে গত সোমবার রাতে বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে দীর্ঘদিন অর্থের বিনিময়ে জুয়া খেলা চলে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিশ্বর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ তফিকর রহমান তুহিন (২৯) এর বাড়িতে জুয়া খেলা অবস্থায় তুহিন সহ ৪ জন জুয়ারু কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো হরিশ্বর গ্রামের দছিম উদ্দিনের পুত্র মোঃ কামাল হোসেন (৩৬),মৃত অছির উদ্দিনের পুত্র হোসেন আলী (৪০), মৃত আব্বাস উদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ (৩৩) ও বাড়ি ওয়ালা দেলোয়ার হোসেনের পুত্র মোঃ তফিকর রহমান তুহিন (২৯)। এসময় নগদ ১২ হাজার ৬৬ টাকা, একটি পাস্টিকের মাদুর, ১ সেট তাস উদ্ধার করে পুলিশ। ওসি মাসুমুর রহমান বলেন তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত