কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৭:১৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০০

 'দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গরবো', এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কাউনিয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস রবিবার পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি শেষে পরিষদ ক্যাম্পাসে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া সহ আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, গ্রাম বিকাশ টেকনিক্যাল অফিসার সিএম মোঃ জিয়াউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শামছুল হক সরকার প্রমূখ। কাউনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের নেতৃত্বে ফায়ার ফাইটার একটি টিম মহড়ায় অংশ গ্রহণ করেন। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত