কাউনিয়ায় জরায়ু মুখ ক্যানসার (এইচপিভি) টিকা নিয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩৮ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩

কাউনিয়ার একটি মাদ্রাসার ৩ শিক্ষার্থী জরায়ু মুখ ক্যানসার (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার উপজেলার বাজে মসকুর বালিকা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী কে টিকা দেওয়া হলেও ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

বাজেমসকুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক বলেন বৃহস্পতিবার তার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শতাধিক শিক্ষার্থী কে জরায়ু মুখ ক্যানসারের টিকা দেন স্বাস্থ্য কর্মীরা। তার মধ্যে অষ্টম শ্রেণির ৩ শিক্ষার্থী টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এরা হলো আরাজী কানুয়া গ্রামের সুরুজ আলীর কন্যা রাজিয়া সুলতানা সুমনা (১৩), একই গ্রামের রফিকুল ইসলামের কন্যা রুবা আক্তার রোবা (১৪) এবং জিগা বাড়ী গ্রামের মহির উদ্দিনের কন্যা মোহনা আক্তার (১৪)। তবে তাদের হাসপাতালে নেওয়ার পর তারা সুস্থতা বোধ করছে। অসুস্থ ছাত্রী রাজিয়া সুলতানার খালা রাহিলা বেগম বলেন তার ভাগনিকে টিকা দেওয়ার পর তার হাত পায়ে খিঁচুনি দেখা দেয় এবং কিছুক্ষনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। ওই অসুস্থ ৩ শিক্ষার্থী কে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা বলেন জরায়ু মুখ ক্যানসার (এইচপিভি) টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওই ৩ শিক্ষার্থী হয়তো ভয় পেয়ে অসুস্থতা বোধ করছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত