কাউনিয়ায় জমির ভাগ চাওয়ায় মারপিটে মা সহ দুই বোন আহত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৩:০৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৮

কাউনিয়ায় আপন দুই বোন পৈতৃক জমির অংশ চাওয়ায় ভাইয়ের মারপিটে বিধবা বোন লাভলী (৪০) ফুলমতি (৩০) ও মেয়ের পক্ষে কথা বলায় জন্মদাতা মা ফজিলা বেওয়া (৯২) আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার শিবু কুটিপাড়া লিচু বাগান গ্রামে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুটিপাড়া লিচু বাগান গ্রামের মৃত্যু আব্দুল খালেকের বিধবা কন্যা লাভলী বেগম ও ফুলমতি বেগম পৈতৃক সূত্রে ৭ শতাংশ করে জমির অংশ পায়। সোমবার ঘটনার রাতে মাকে সাথে নিয়ে তিন ভাই হরজুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম কে একত্র করে পৈতৃক সূত্রে পাওয়া জমির অংশ দাবী করে। এতে ভাই বোনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিধাবা বোন লাভলী ও ফুলমতি কে তিন ভাই মিলে মারপিট শুরু করে এ সময় মা ফজিলা বেওয়া মেয়েদের পক্ষ নিয়ে কথা বলায় মাকেও ছেলেরা মারপিট শুরু করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশিরা এসে মা ফজিলা, মেয়ে লাভলী ও ফুলমতি কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে ফুলমতি কে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে মা-মেয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। উল্লেখ যে বিধবা দুই;মেয়ের সাথে বৃদ্ধা মা ফজিলা বেওয়া একত্রে বসবাস করে আসছে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত