৯৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ
কাউনিয়ায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা কৃষকের
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০০:২৫
অল্প খরচ আর অধিক ফলন এবং বেশী লাভ হওয়ায় রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী জেগে উঠা চরসহ বেশীরভাগ জমিতে ভুট্টা চাষ করেছে চাষীরা। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনেরও আশা করছে কৃষকরা। সরেজমিনে তিস্তা নদী বেষ্টিত বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, তিস্তা নদী বেষ্টিত যে সব চরে কোন ফসল হতো না সে সব চরের জমিতে এখন ভুট্টার চাষ হয়েছে। উপজেলার চর নাজিরদহ, চর চতুরাসহ চর নাজিরদহ, প্রার্নাথ চর, গুপিডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর গদাই, পাঞ্জরভাঙ্গা, চর ঢুসমারা, চর গনাই, চর বিশ্বনাথ, চর আজম খাঁ সহ ২৯টি চর ও বিভিন্ন গ্রামে দিগন্ত মাঠ জুড়ে ভুট্টা চাষ হয়েছে। আরাজি শাহাবাজ গ্রামের ভুট্টা চাষি রেজাউল জানান তিনি চলতি মৌসুমে আগাম জাতের ভুট্টা ১০ দোন (২৫শতকে দোন) জমিতে রোপন করেছেন। ফলন মোটামুটি ভাল এসেছে, সেই সাথে ভাল দাম পাওয়ার আশা প্রকাশ করছেন। নাজির দহ গ্রামের কৃষক মেনাজ উদ্দিন জানান তিনি এবার ১ একর জমিতে ভুট্টা চাষ করেছেন। তার খরচ হয়েছে ৩৮ হাজার টাকা। সে ৩০ থেকে ৩৫ মন ভুট্টা ফলনের আশা করছেন। বর্তমানে ভুট্রার বাজার মূল্য ১হাজার ২শ থেকে ১৪ শত টাকা মণ। তিনি আরও জানান ভুট্টার পাতা গো-খাদ্য ও গাছ রান্নায় জ্বালানীর কাজে ব্যবহার হয়। গদাই গ্রামের ভুট্টা চাষী আলামিন জানান ভুট্টা চাষে সামান্য সমস্যা রয়েছে তা হলো মাড়াই ও বাজারজাত করন।
এ ছাড়াও সরকারের পৃষ্ঠপোষকতা ও ব্যাংক ঋনের অভাব। কৃষকরা সহজ শর্তে কিস্তিতে মারাই মেশিন, কৃষি ঋণ, চাষাবাদে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষন, উন্নত মানের বীজ সরবরাহ, সংরক্ষনাগার ও বিপনন ব্যাবস্থা চালুর দাবী জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭৮৮ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, চাষ হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্র হেক্টর প্রতি ৭.২৫ মেঃটঃ ধরা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় ফলন ভাল হবে আশা করছেন। এছাড়া ২৯০ জন কৃষককে বীজ, সার সরকারী প্রনোদনা দেওয়া হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত