বৃষ্টির পানি পেয়ে আমন মৌসুম

কাউনিয়ায় কৃষকরা জমিতে চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:৪২ |  আপডেট  : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২১

তীব্র খরার পর বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুকিয়ে যাওয়া খাল, বিল, জলাশয়ে ভরছে পানিতে। খরায় শুকিয়ে যাওয়া জমিতে ফিরে এসেছে আর্দ্রতা। নিচু জমিতে জমেছে বৃষ্টির পানি। অবশেষে টানা বৃষ্টির দেখা মেলায় রংপুরের কাউনিয়া উপজেলায় প্রতিটি গ্রামে গ্রামে আমন রোপনের ধুম পড়েছে।

সরেজমিনে উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন বৃষ্টির দেখা না পেয়ে আমন রোপন নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল কৃষকরা। আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ায় অনেক কৃষক ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন এবং বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে রোপণ করছেন। গ্রামে গ্রামে আমন ধান রোপনের মৌসুম চলছে, কৃষকরা তাদের জমিতে চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মীরবাগ জুম্মারপাড় এলাকার কৃষক মোজাম্মেল হক জানান, জমিতে আমন ধানের চাষ করা হচ্ছে। কিছুদিন আগে টানা খরা থাকায় সেচ দিয়ে জমিতে ধান লাগানো শুরু করি। পরে বৃষ্টি শুরু হলে কৃষকদের মাঝে স্বস্তি এসেছে। তবে কৃষকদের অভিযোগ, মাঠে কাজ করতে শ্রমিকরা বেশি টাকা চাচ্ছেন। আমন মৌসুমের শুরুতেই বেড়ে যাচ্ছে ধান চাষের উৎপাদন খরচ। এখন খরচ বাড়লেও চাহিদা অনুযায়ী নেই কৃষকেদের ধানের দাম।  প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও বাড়ে না উৎপাদিত ধানের দাম। উল্টো কমে যায় ধানের দাম। এ জন্য হতাশা প্রকাশ করেন কৃষকেরা। নিজাপাড়া গ্রামের কৃষকপ্রহলাদ চন্দ্র, গদাই গ্রামের শাহজাহান মন্ডল জানান, জমি চাষ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি ও সেচের পানিসহ সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ অনুয়ায়ী ধানের দাম কম। জীবন বাঁচার তাগিদে আমন ধানের চাষ করছি। গ্রামে প্রচলিত আছে আষাঢ় মাসে বান্ধে আইল, তবে খায় বহু শাইল, আষাঢ় মাসে জমির আইল বেঁধে রাখলে প্রচুর ধান (শাইল) পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতো মধ্যে অর্জন হয়েছে ২হাজর ৮৬৮ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৮হাজার ২৭৯ মেঃটন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানান, মূলত জুন-জুলাই মাস আমন ধান রোপণের সময়। এ বছর বৃষ্টিপাতও পিছিয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে কৃষকরা আমনের চারা রোপণ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বিগত মৌসুমের চেয়ে বেশি চাষাবাদ হবে, ফলনও বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমান পুরোদমে আমন ধানের চারা লাগানোর ব্যস্ত সময় পার করছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত