কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের চাদঘাট গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৮:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে রবিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বেইলিব্রীজ চাঁনঘাট গ্রামের আঃ রাজ্জাকের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। ঘুমের ঘোরে কোনকিছু বুঝে উঠার আগেই অগ্নিকান্ডে আঃ রাজ্জাক এর শয়ন কক্ষসহ ৬টি রুম. রুমে থাকা ফ্রিজ, টিভি, নগদ টাকা, স্কুলের বইপত্র ও ধান চাউল, আসবাবপত্রসহ গ্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ ও কুর্শা ইউপি চেয়ারম্যান সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন। 

কাউনিয়া ফয়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ছামছুল হক জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে।

 


 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত