গাছের পাতাগুলো ঝরে পড়ে

কাউনিয়ায় কবি গুরুর ভাষায়, ঝরাপাতা গো, আমি তোমাদেরই দলে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১৮:৫৩ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০২:২৭

চলাচলের রাস্তা যেন লালচে পাতার বাহারি লাল গালিচা। শূন্য ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকে শুধু গাছের গুঁড়ি। প্রকৃতি যেন তার আপন খেয়ালে রং বদলায়। গাছের পাতা গুলো রং পাল্টাতে শুরু করেছে। সবুজ থেকে হলুদ বর্ণ। বিবর্ণ পাতা গুলো আস্তে আস্তে ঝরতে শুরু করে। একটা সময় সব পাতা ঝরে পড়ে। ফাল্গুণের পাতায় এটিই পাতা ঝরার দিন। এখন শিমুল-পলাশের লাল পাপড়ির সময়। এই তো বসন্ত। দমকা হাওয়া আর পাতা ঝরার কুড়মুড়ে আওয়াজই মনে করিয়ে দেয়, এখন ভরা বসন্ত। ঋতুর পালাবদলের সময়ের সাথে সাথে আমাদের মনেরও পালাবদল ঘটে এই সময়ে। একটু বাতাস পেলেই গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ে। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পায়ের নিচে পড়া শুকনো পাতাগুলোর কচকচে শব্দ। গাছ মাটি থেকে যে পানি তোলে তার অতিরিক্ত পানিটুকু বাষ্পাকারে ছেড়ে দেয় পাতার মাধ্যমে, যার থেকে সৃষ্টি হয় পাতা ঝরা। গাছের শুকনো পাতা ঝরার দৃশ্য একবারও কি আমাদের অন্তিম সময়ের কথা মনে করিয়ে দেয় না ? গাছের ডাল থেকে ধিরে ধিরে খসে যখন উড়তে থাকে ঝরা পাতাগুলো তখন জন্মের পরিসমাপ্তি ঘটিয়ে নেমে আসে মাটিতে। জীবনের নির্মম সত্য প্রকৃতি চোখে আঙ্গুল দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের অন্তিম মুহূর্তের ধ্বনি এখানেই লুকিয়ে আছে। প্রকৃতির নিয়মে আমরাও একদিন ঝরে পরবো পৃথীবির জীবন থেকে চিরতরে। যে পাতা ছিল সবুজ, আজ সে পাতা বিবর্ণ রূপ ধারণ করেছে। এভাবে বোধহয় আমাদের প্রত্যেকের জীবনও বদলে যাবে। আমাদের মনের অজান্তেই একদিন এই ঝরাপাতার মতোই ঝরে পরবো আমারা সবাই। কয়েক দিন পরেই পাতা ঝরা কমে আসবে। পাতা ঝরতে ঝরতে একটা সময় শেষ হয়ে আসবে। গাছ গুলো ফাঁকা-ফাঁকা দেখাবে। উদিত হবে সবুজ কচি পাতা। সব পাতারই মনেহয় এক বছরের জীবন। একবছরের জীবনেই শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য কেটে যায়। আবার আগামী ফাল্গুনে তাদের দিন ফুরুবে, ঝরে পড়বে মাটিতে প্রকৃতির নিয়মে। রংপুরের কাউনিয়ার গ্রাম গুলো প্রকৃতির বিরুপ প্রভাবে চির চেনা সবুজের সমারহ হারাতে বসেছে। ফাল্গুনের আগমন আর খর তাপে মাঠ- ঘাট-ক্ষেত, নদী-নালা-পুকুরের পানি শুকিয়ে খাঁ-খাঁ। ঠিক ভাবে পানি শোষন করতে না পারায় গাছের ডালের পাতা ঝড়ে পড়ে গাছ পাতা শুন্য হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে কাউনিয়ায় বৃষ্টির দেখা নেই। পানির অভাবে গাছের চেহারা বদলে গেছে। বিভিন্ন গ্রাম গুলোতে বড় বড় গাছ গুলোর পাতা ঝড়ে মৃত প্রায় মনে হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস পাড়ায় ও সড়কের গাছগুলোর দিকে তাকালেই মনে হয় পাতা ঝড়ার দিন চলছে। আনেকে বলেছেন এই হচ্ছে প্রকৃতির খেয়াল। কবি গুরুর ভাষায়, ঝরাপাতা গো, আমি তোমাদেরই দলে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত