কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনে পালিত
প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১৮:৫৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার পালিত হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, মৎস্য অফিসার ফারজানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফেরদৌসী আক্তার প্রমূখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত