নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বিতরণ
কাউনিয়ায় ঈদ উপহার বিতরণ করলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ২১:০৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:৩৩
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। দেশটা আগামী পাঁচ বছর যেন সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালিত হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নে সারা দুনিয়ার কাছে বিষ্ময়। তিনি নেতা কর্মীদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে গত সোমবার নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হারাগাছ পৌর সভার সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন, আঃ আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাসান, জমসের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়মী লীগ সাধারন সম্পাদক মশিউর রহমান মুশি প্রমূখ। তিনি কাউনিয়া উপজেলার সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেন। এছাড়াও তিনি হারাগাছ -মীরবাগ সড়ক প্রসস্ত করণ ও সংস্কার কাজের উদ্ধোধন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত