কাউনিয়ায় ইভা হত্যাকান্ড কিলিং মিশনে অংশ নেয়া আরেক যুবক গ্রেফতার 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১৯:৫৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২২

কাউনিয়ায় স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভা (১৬) কে নৃশংস হত্যাকান্ডের কিলিং মিশনে অংশ নেয়া মেহেদী হাসান পলাশ (২২) নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রাম থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান পলাশ ওই এলাকার মোক্তার ড্রাইভারের ছেলে। গত সোমবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্। 

মামলার তদন্তকারী ও ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান বলেন, মূলত ইভার সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদে ক্ষুদ্ধ হয়ে সায়েম, প্রিন্স ও পলাশ ৩জন মিলে মঙ্গলবার ১৬ আগষ্ট ইভাকে ঘুরতে নিয়ে যায়। এরপর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিচরণ লস্কর গ্রামে নব্দিগঞ্জ-মধুপুর সড়কের পাশে ধারালো চাকু দিয়ে ইভার গলায়, ঘাড়ে, পিঠে ও পাজারে একাধিক জখম করে ইভাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ইভার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। ইভা কাউনিয়ার কুর্শা ইউপির গোড়াই গ্রামের ইব্রাহীম খানের মেয়ে এবং পার্শ্ববর্তী পীরগাছার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ইভা হত্যাকান্ডের মূলহোতা সায়েম হত্যাকান্ডের দায় স্বীকার করে এবং কিলিং মিশনে আরো ২জন জড়িত থাকার কথা জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে শেখ মনিরুজ্জামান প্রিন্স ও মেহেদী হাসান পলাশকে গ্রেফতার করা হয়। পলাশ প্রিন্সের বন্ধু। পলাশকে সোমবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রিন্সকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ সোমবার রিমান্ডের শুনানী হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত