পরিবেশের ভারসাম্য রক্ষায়
কাউনিয়ায় আরিফা ফুডপ্রাডাক্টসের উদ্যোগে নদীর কচুরিপানা পরিস্কার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১৮:২১ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৫
নদী আমাদের পরম বন্ধু। নদীকে ঘিরে বহুমানুষের চলে জীবন জীবিকা। নদীর বিশুদ্ধ হাওয়া শরীর ও মনকে যেমন পুলকিত করে তেমনি কৃষি ক্ষেত্রে রাখে অনেক বেশী অবদান। নদী নানাভাবে মানুষের উপকার করে। নদীর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এই সব বিবেচনায় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও এলাকাবাসীর যাতায়তের সুবিধার জন্য কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ানের গোপিডাঙ্গা মোলভীবাজার এলাকায় তিস্তার শাখা নদীতে দীর্ঘদিন যাবত আটকে থাকা কচুরিপানা সেতুতে পানি প্রবাহ বন্ধ হয়ে য়ায়, ফলে বন্যায় সেতরু দুই পাড় ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকবাসীর দাবীর প্রেক্ষিতে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার প্রায় তিনশতাধিক শ্রমিক দিয়ে নদী থেকে পানা পরিস্কারের কাজ শুরু করেন। এলাকার লোকজনও এ সময় সহযোগিতা করে।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আমিরুল ইসলাম আমির, শহিদুল ইসলাম, সুজন, আঃ জলিল, শাকিল, মাহালম, আবেদ আলী, সুমন, ছাত্র রিদয়, সবুজ, আজাদ প্রমূখ। পানা পরিস্কারের সময় আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন এলাকার সাধারন মানুষ তাকে জানায় পানা পরিস্কার করেদিলে উপজেলা প্রশাসন থেকে সেতুর দুই পাড় ঠিক করে যোগাযোগ সাভাবিক করবে। আমাদের নবী বলেগেছে, মানুষের যাতায়তের ব্যবস্থা করা অনেক ভাল কাজ, এছারাও নদী পরিস্কার হলে এখানে অনেক বেশী মাছ উৎপাদন হবে আর সেই মাছ ধরে অনেক মানুষ জীবীকা নির্বাহ করতে পারবে। এসব কারণ বিবেচনায় নদীর কচুরিপানা পরিস্কারের এই উদ্যোগ গ্রহন করি। তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত