কাউনিয়ার হারাগাছে গলায় ভাত আটকে মহিলার মৃত্যু

প্রকাশ: ২৮ মে ২০২১, ১৬:৩২ | আপডেট : ১১ মে ২০২৫, ২১:২২

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুল তলা) গ্রামে বৃহস্পতিবার সন্ধায় গলায় ভাত আঁটকে শ্বাস-প্রশাস বন্ধ হয়ে আলেয়া বেওয়া (৭৪) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু ঘটেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে বৃদ্ধা আলেয়া বেওয়া ভাত খাওয়ার সময় গলায় আটকে যায়। এসময় সে পানি খেয়ে ভাত গলা থেকে ভেতরে নামানোর চেষ্টা করে। কিন্তু ভাত গলায় আটকে থাকায় তার শ্বাসকষ্ট শুরু হয়। ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে। সে নাজিরদহ (বকুলতলা) গ্রামের মৃত্যু রফিজ উদ্দিনের স্ত্রী। হারাগাছ ইউনিয়ন চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত