কাউনিয়ার বেইলীব্রীজে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২ জুলাই ২০২২, ০৯:৫৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ নামক স্থানে গত শুক্রবার সন্ধ্যায় বাসের ধাক্কায় কাসেম আলী (৬৫) নামের এক বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার খামারের হাট বেইলী ব্রীজ নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী বাস বাইসাইকেল আরোহী কাসেম আলী কে পিছন থেকে ধাক্কা দিলে সে মাটিতে ছিটকে পরে গুরুত্বর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। নিহত কাসেম আলী কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝাপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। কাউনিয়া থানার এসআই রাসেল বাসের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বাসটি কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত