কাউনিয়ার ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় তাঁর বাবা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৭:৫১ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ১১:৩০

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভের চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার কৃষক বাবা। পরিবারের আর্থিক অস্বচ্ছতার কারণে তার সুচিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে তাকে পঙ্গুত্ব বরণ করতে হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) মিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের রাজীব শটিবাড়ি গ্রামের বাসিন্দা কৃষক ওসমান গনির পুত্র সৌরভ ইসলাম (২৭) বর্তমানে ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাথা যন্ত্রণায় ছটফট করছেন। সে সরকার ও বিত্তবান মানুষের কাছে সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছে। গুলি বিদ্ধ শিক্ষার্থী সৌরভ ইসলাম বলেন ১৯ জুলাই শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশ ও ছাত্র লীগের সশস্ত্র বাহিনীর গুলিতে অনেকের সাথে আমিও গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে অচেনা এক ছাত্র ভাই ও রিক্সা ওয়ালা এক মামা আমাকে মুমূর্ষু অবস্থায় রিক্সায় তুলে মিরপুর শেওড়া পাড়া আল হেলাল হাসপাতালে পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করে। সেখানে আমার ডান পায়ের ভিতরে পাইপ ও লোহার খাঁচা (রিং) পড়ানো হয়। ৫ আগষ্টের পর হাসপাতালের বেড ভাড়া আর কিছু ঔষধ পত্র ফ্রি পেলেও চিকিৎসার অধিকাংশ খরচ তাদের নিজেদের করতে হচ্ছে। আমার হাড়ের ফাটল জোড়া লাগছে না। বর্তমানে আমার পায়ে প্লেট বসিয়ে দুইটি স্ক্রু লাগানো আছে যা পরে সার্জারী করে বের করতে হবে। ডাক্তার বলেছেন আমার পায়ের চিকিৎসা অনেক দীর্ঘ মেয়াদি ও ব্যয় বহুল। স্বাভাবিক জীবন ফিরে পেতে আমার উন্নত চিকিৎসার প্রয়োজন। সম্ভব হলে বাইরের দেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এজন্য অনেক টাকা প্রয়োজন। আমার বাবা পক্ষে তা করা সম্ভব নয়। আমার বাবা ধার দেনা করে টাকা জোগার করে এবং কয়েক জনের আর্থিক সহায়তায় আমি বর্তমানে ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুরে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছি। এখন অর্থের অভাবে ঔষধ পত্র কিনতে পারছি না। সৌরভের বাবা ওসমান গনি বলেন ছেলে গনতন্ত্র ও ছাত্রদের অধিকার আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলি বিদ্ধ হয়ে ব্যথা যন্ত্রণায় হাসপাতালের বেডে ছটফট করছে। এখন তার উন্নত চিকিৎসা ও অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন কিন্তু আমি এ টাকা পাবো কোথায় ? শুনেছি সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন। কিন্তু আমার ছেলের চিকিৎসার জন্য কেউই খোঁজ খবর নিচ্ছে না। তিনি তার ছেলেকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকার ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত