কাউনিয়ায় চায়না দুয়ারি রিং জাল জব্দ  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ২০:০৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

কাউনিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলস্টেশন সংলগ্ন জোড়া পুকুর (রেলওয়ে ফুট) বিলে ৩০০ ফিট রিং জাল (চায়না দুয়ারি) জাল জব্দ করে। রিং জালের আনুমানিক বাজার মুল্য ২১ হাজার টাকা। মঙ্গলবার সকাল ১০ টা হইতে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন সংলগ্ন জোড়াপুকুর রেলওয়ে ফুট) ডোবা থেকে উক্ত অবৈধ জাল গুলো জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন মোতাবেক জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা মৎস্য অফিসার (অ,দা) মাহাবুব উল আলম, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম,সাবেক মেম্বার মন্তাজ আলী প্রমূখ। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান আমাদের এ অভিযান চলমান থাকবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত