করোনা ২য় ঢেউয়ে কাউনিয়ায় মন্দিরের পুরোহিতদের মানবেতর জীবনযাপন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২১, ১৬:০২ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১

বৈশ্বিক মহামারী কোভিড -১৯ ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউন চলমান থাকায় এবং স্বাস্থ্য বিধি মেনে সকল ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে মর্মে আদেশ জারী করায়, অত্র উপজেলার সনাতন ধর্মীও সকল মন্দিরে, আনুষ্ঠানিক ভাবে পূজা অর্চনা বন্ধ থাকায়, মন্দির সমুহে কর্মরত প‚রোহিত, সেবায়েত ও যোগালী বৃন্দ সম্পূর্ন রুপে আয়হীন হয়ে পড়েছে। এঅবস্থায় তারা আর্থিক সংকটে পরে মানবেতর জীবনযাপন করছে। লজ্জায় কারোর কাছে হাত পাততেও পারছেনা অন্য পেশার কাজ করতে পারছে না। 

উপজেলায় প্রায় ৩১ টি মন্দির রয়েছে। পুরোহিত, সেবায়ত, ও যোগালী সহ প্রায় শতাধিক মানুষ এ পেশায় থাকায় তারা দ‚র্বিষহ জীবন যাপন করছে। গোপালগঞ্জ দ‚র্গা মন্দিরের পুরোহিত পরেশ চন্দ্র চক্রবর্তি জানান তারা করোনা কালীন সময়ে মন্দিরে প‚জা অর্চনা প্রায় বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে। সরকারী ভাবে তারা কোন সহায়তাও পায়নি। তাই তারা মানবেতর জীবন যাপন করছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত