করোনায় ২ জন মারা গেছেন, শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১৮:৫৪ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৮১৪ জন।করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২০০ জন। মোট শনাক্ত ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। রবিবার  (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৯ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬৫৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে দুজনই পুরুষ। দুজনেরই বয়স ৭১ থেকে ৮০ বছরের। একজন মারা গেছেন ঢাকায় আরেকজন ময়মনসিংহে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত