কবি কামরুল হাসান ফেরদৌস এর চারটি কবিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৪:৪৮ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:১৭

কাহাফেক ০১: প্রতিপালক

হে দয়াময় প্রতিপালক
বাঁচা মরা তোমার শানে;  
তাই করিনা লজ্জ্যা ও ভয়
এগিয়ে যেতে সমুখ পানে।

জীবন চলার পথে যেনো
পাপের পাঁকে না জড়াই;  
লাভ ও লোভের পিছুটানে
যেনো সুপথ না হারাই।

তোমার দয়া হলেই জানি
পঙ্গু পারে পাহাড় জয়;
লক্ষ্যপথে এগিয়ে যেতে
দাও ক্ষমতা দয়াময়।

কাহাফেক ০২: বিনাযুদ্ধে নাহি মিলে

মৃত্যুর পথে চলা আগুনের রথ  
এ রথ-মিছিল হলো জীবন শপথ।
 জীবনের আর নাম কেবলি সংগ্রাম
বাধা ঠেলে ধেয়ে চলা সদা অবিরাম।  

যতো দিন দেহে আছে প্রাবল্য সমর
যুঝে যাও খুঁজে নাও নিজ সুখ নর।
বিনা যুদ্ধে নাহি মিলে সূচাগ্র মেদিনী  
মনে রেখো চিরদিন এ অমোঘ বাণী।

কাহাফেক ০৩: মুক্তিসেনার রক্তঋণে

দেশ গঠনের মহান ব্রতে
চলছি সবাই বিজয় রথে।
মুক্তি সেনার রক্ত ঋণে
নিচ্ছি চলার পথটি চিনে।

আমরা নবীন পথ ভুলি না
দুঃসময়ে দায় ভুলি না।
দেশ জননীর ডাকে সবাই
প্রতিটা ক্ষণ কাজে লাগাই।

আমরা নতুন দিনের চাষা
হৃদয় ভরা ভালোবাসা।
অন্তরে নেই শংকা ভয়
শপথ নিলাম করবো জয়।

কাহাফেক ০৪: অনেক কালো অন্ধকারে

এখন আমায় দেখছো কালো
কারণ আছি সাদার পাশে;
কালোর  কাছে যেই দাড়াবো
দেখবে ধবল রবি হাসে ।

জোছনা মাখা রাত গগনে
যদিও ফিকে দেখায় তারা;  
অমাবস্যার আকাশ জুড়ে
সেই তারাদের রূপ পসরা।

অনেক ভালো মিলন মেলায়
খুব ভালোটাও খুব সাধারণ;  
অনেক কালো অন্ধকারে
একটু ভালোও মানিক রতন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত