কনকসারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১১:৫১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৭-২২ ডিসেম্বর  উপলক্ষে আজ লৌহজং উপজেলায় সেবা সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রতিপাদ্য বিষয়  "সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি "।

আজ লৌহজং উপজেলার কনকসার  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিয়ে " উঠান বৈঠক " অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুপ্রিয়াবালা তালুকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে আরো উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শীকা সালমা খাতুন ও পরিবার কল্যাণ সহকারী সেলিনা আক্তার ও দিপা আক্তার প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত