কচুয়া প্রেসক্লাব নির্বাচনে নিয়াজ সভাপতি ও সাইদ সম্পাদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১২
বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খোন্দকার নিয়াজ ইকবাল (ভোরের পাতা) ও কাজী সাইদুজ্জামান সাইদ (ভোরের কাগজ)। রবিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাব পরিচালনা কমিটির আহবায়ক তুষার রায়ের নির্বাচনে সহ সভাপতি পাইক সমীর বরণ (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু (আজকের সংবাদ), অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্যে তুষার কান্তি রায় রনি (দৈনিক সুন্দরবন), সুপার্থ কুমার মন্ডল (নিউজ টুডে), খান সুমন (দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি ) নির্বাচিত হয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত