ওমিক্রন আতঙ্ক কমায় ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:৩০ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৫০

ওমিক্রন আতঙ্ক কমায় আবার জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববাজারে এ দৃশ্য দেখা গেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আট শতাংশ বেড়েছে। গত সাত সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। 
 
গতকাল বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বা ৭৩ সেন্ট বৃদ্ধি পায়। এতে প্রতি ব্যারেল বিক্রি হয় ৭৫ দশমিক ১৫ ডলারে। একই দিন ডব্লিউটিআইয়ের দামও সমপরিমাণ বাড়ে। এটি ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭১ দশমিক ৬৭ ডলারে।

গত ২৫ নভেম্বর ওমিক্রন শনাক্তের খবর বিশ্বে ছড়িয়ে পড়ে। পর পরই তেলের আন্তর্জাতিক বাজারে ধস নামে। তবে ধীরে ধীরে করোনার নতুন ধরনের আতঙ্ক হ্রাস পাওয়া দাম ঊর্ধ্বমুখী হয়। 

চলতি সপ্তাহের শুরুতে প্রায় অর্ধেকটা পুনরুদ্ধার হয়। সম্প্রতি সংবাদ বের হয়েছে, ফাইজারের টিকার বুস্টার ডোজ ওমিক্রন প্রতিরোধ করতে পারে। প্রাথমিক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। 

এছাড়া তিন ডোজ টিকা করোনার নতুন ধরণটির সংক্রমণ রোধ করতে সক্ষম। ফলে আশাবাদী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। এতে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে তেলের চাহিদাও বাড়ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত