ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেট দলের সদস্যরা পুরোপুরি সুস্থ: অধিদপ্তর

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩ |  আপডেট  : ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।

রোববার (১৯ ডিসেম্বর) অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই তারা বাড়ি ফিরতে পারবেন।

গত ১১ ডিসেম্বর নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। পরে ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হন। তাদের প্রথমে সোনারগাঁও হোটেলে রাখার পর তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

দেশে করোনার সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল বলেন, বিদ্যুৎগতিতে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের সবার নজর ওমিক্রনের দিকে। যদি আমাদের প্রস্ততি ভালো থাকে, তবে ওমিক্রন মোকাবিলা করা সম্ভব।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত