ওবায়দুল কাদেরের এতো করুণ অবস্থা তা জানা ছিল না: মির্জা ফখরুল
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৮:৫৪ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০২:৪৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের এতো করুণ অবস্থা তা জানা ছিল না। ইউরেনিয়াম কি জিনিস তাই তিনি জানেন না। তোষামোদের রাজনীতি করতে গিয়ে হাস্যরসে পরিণত হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, ভুল হলেও বিশ্বাস করে ২০১৮ সালে সংলাপে গিয়েছিল বিএনপি। নির্বাচনে প্রচারণাই করতে দেয়নি। আওয়ামী লীগ যা বলে তা করে না।
মির্জা ফখরুল বলেন, একই কায়দায় আবার প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের কথা বলছে সরকার। এটা তো তাদের কাটাছেঁড়া করা সংবিধান। পৃথিবীতে কোনো সংবিধান নেই, যা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে। কমিশনের জন্য রূপপূর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ৪ গুণ বেশি খরচ করেছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত