ওআইসির বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-সচিব
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৪৫
 
                                        
                                    ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসির বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অংশ নিচ্ছেন।
পাকিস্তানের এই বৈঠকে ওআইসি দেশগুলোর নেতারা আফগানিস্তান ইস্যুতে আলোচনা করবেন।
সূত্র জানায়, যুদ্ধাপরাধ ইস্যু কেন্দ্র করে টানাপোড়েনের ফলে দীর্ঘদিন পাকিস্তানে বাংলাদেশ থেকে কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরে যাননি। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেন। এর আগে ২০১০ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস পাকিস্তান গিয়েছিলেন।
 
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            