এবার ১২ জন গুণীকে সম্মাননা জানাচ্ছে বাচসাস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:২২ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, নন্দিত অভিনেতা আলমগীর, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াতের মতো ১২ জন গুণীকে সম্মাননা জানাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ।
দেশের শিল্প-সংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে- চলচ্চিত্রে অভিনেতা ও পরিচালক-প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু; টেলিভিশন ও মঞ্চে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর; সংগীতে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীতশিল্পী রুনা লায়লা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সাংবাদিকতায় সাংবাদিক-গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান ও চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।
এ প্রসঙ্গে বাচসাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু জানান, চলচ্চিত্র ও সাংবাদিকতার কয়েকজন গুণী মানুষকে সম্মাননা জানাতে চলেছে বাচসাস। অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে বিনোদন সাংবাদিকরা একযোগে কাজ করছেন। এই আলোকিত মানুষদের সম্মান জানাতে পারাটা আমাদের সবার জন্য অবশ্যই আনন্দের ও গর্বের।
গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি বাচসাস-এর বাৎসরিক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত