এবার ট্রেনচালকের নিয়োগ পেতে চলেছেন সৌদি নারীরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১১:৪১ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৬

মক্কা-মদিনায় দ্রুতগতির ট্রেনচালক হিসেবে নিয়োগ পেতে চলেছেন সৌদি নারীরা। সৌদি আরবের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে। 

আগামী ২০২৩ সালের ২ জানুয়ারি হতে সৌদি মহিলারা ট্রেন পরিচালনা করবে, যা পবিত্র শহর মক্কা এবং মদিনার সঙ্গে সংযুক্ত রয়েছে। সে লক্ষ্যে দেশটির রেলওয়ে পলিটেকনিক সৌদি নারীদেরকে হারামাইন হাই স্পিড রেলওয়েতে ট্রেন চালানোর জন্য প্রশিক্ষণ দেবে। 

আরব নিউজের খবর অনুযায়ী, সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বয়স ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
 
জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিনসহ পরিবহণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সমস্ত কিছু শেখানো হবে এই প্রোগ্রামটিতে।

প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে, এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে। ১৫ জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে। সৌদি আরবে গত কয়েক দশক ধরে, ট্রেন ড্রাইভিং একটি পুরুষতান্ত্রিক পেশা হিসেবে দেখা গেছে ।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বীমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক ৪ হাজার সৌদি রিয়াল বোনাসসহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেয়া হবে। গ্রাজুয়েশন শেষ করা নারীরা নিযুক্ত হলে, তারা ৮ হাজার সৌদি রিয়াল পর্যন্ত মাসিক বেতন পাবেন।

হারামাইন হাই স্পিড রেলওয়ে প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন যাত্রী পরিবহন করে। আগামী বছরগুলোতে বিশেষ করে ওমরাহ ও হজ মৌসুমে চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত