এবার ঈদে নন্দীগ্রামে ৭৮ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৩:৫১ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬

এবার ঈদে  নন্দীগ্রামে ৭৮ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান তৃতীয় পর্যায়ের কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল শুভ উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও গৃহনির্মাণ কাজের অগ্রগতি নিয়ে রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান ও দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ। 

মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে ২৯, নন্দীগ্রাম পৌরসভায় ২৫, ভাটরা ইউনিয়নে ১৭ ও ভাটগ্রাম ইউনিয়নে ৭ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ২ শতক জমিসহ ঘর পাচ্ছেন। ঘরগুলো বসবাসের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত