এবারও সুরক্ষা রীতি মেনেই তারাবির নামাজ, নির্দেশনা জারি মঙ্গলবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৩:১৪ |  আপডেট  : ১১ মে ২০২৪, ১২:৪৪

রমজানে তারাবির নামাজ আদায় নিয়ে গত বছরের মতো এ বছরও নতুন নির্দেশনা আসছে। করোনা সংক্রমণের কারণে এবারও গতবছরের মতো সুরক্ষানীতি মেনেই নামাজ আদায়ে উৎসাহিত করবে সরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে আলোচনা চলছে। সোমবার (১২ এপ্রিল) বিকালের আগে বা আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার বলেন, ‘আজকে মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই আজ বা কাল সকালে সার্কুলার জারি হবে।’

গত বছরের ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল সরকার। আলেমরা বলছেন, করোনা সংক্রমণ রোধে সতর্ক থাকতে হবে। রোজার সঙ্গে মসজিদে জমায়েত হওয়া বা মসজিদে আসার কোনও সম্পর্ক নেই। রোজা, ইফতার, সেহেরি—সব তো ঘরেই হবে। 

সোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ বলেছিলেন, ‘তারাবির নামাজ মৌলিকভাবে মসজিদের চেয়ে ঘরে পড়লে সওয়াব বেশি। আমরা কোরআন শরিফ খতমের জন্য মসজিদে জামাতে পড়ি, সবাই তো আর হাফিজ না। তাই, রমজানের ইবাদত হিসেবে কোনও অসুবিধা হবে না। কেবল এতেকাফের সঙ্গে মসজিদের সম্পর্ক, এছাড়া কোনও কিছুর সঙ্গে মসজিদের সম্পর্ক নাই।’ 

এতেকাফের প্রসঙ্গে মাওলানা মাসঊদ আরও বলেছেন, ‘এতেকাফ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদাহ, ফরজ না। এটা যদি মুয়াজ্জিন সাহেবও করেন তাহলেও আদায় হয়ে যাবে। আর তারাবির নামাজ মসজিদে পড়তে হবে এমন কথা নেই। আল্লাহওয়ালারা এশার নামাজ পড়ে বাসায় গিয়ে তারাবি পড়েছেন।’

প্রসঙ্গত, গত বছর সৌদি আরবেও মসজিদে তারাবির জামাত হয়নি। এবারের রমজানে মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে (কাবা শরীফ ও মসজিদে নববী) তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত অনুষ্ঠিত হবে। এর আগে করোনাভাইরাস মহামারির কারণে তারাবির নামাজ সংক্ষিপ্ত করার আদেশ দেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সেই অনুযায়ীই তারাবি সংক্ষিপ্ত করা হয়েছে। খবর সৌদি গেজেটের

মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে সেখানে আজ রাত থেকেই আদায় করতে হবে তারাবির নামাজ।

দুই মসজিদ বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল সুদাইস বলেছেন, হারামাইনে ২০ রাকাত তারাবির বদলে দশ রাকাত তারাবি অনুষ্ঠিত হবে। এসময় করোনা বিধিনিষেধ কঠোরভাবে পালন করা হবে। করোনার টিকা গ্রহণকারীরাই ওমরাহ ও নামাজ আদায় করতে পারবেন।

করোনা প্রতিরোধে দুই মসজিদে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন হারামাইন প্রেসিডেন্সি প্রধান। মসজিদে আগমণকারীদের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে রমজান মাসে পবিত্র দুই মসজিদে নামাজ ও ওমরাহর অনুমতি দিয়েছে সৌদি আরব। যদিও দুই মসজিদে ইফতারের অনুষ্ঠান ও ইতেকাফ স্থগিত করা হয়েছে। এছাড়া শিশুদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এর পাশাপাশি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রবিবার পবিত্র রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার জন্য এবং মদীনার রাসুল স. এর রওজা পরিদর্শন করার জন্য বিধিবিধান প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কেউ যদি অনুমতি না নিয়ে ওমরাহ পালন করে এবং ধরা পড়ে তাহলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর কেউ যদি অনুমতি না নিয়ে গ্রান্ড মসজিদে প্রবেশ করে তাহলে তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

গত রমজানে মহামারী ছড়িয়ে পড়ার পর সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল হারামাইন। পরে পরিস্থিতি বিবেচনায় ও স্বাস্থ্যবিধি মেনে ধারাবাহিকভাবে খুলে দেয়া হয়েছে এই দুই পবিত্র মসজিদ। এবারের রমজানে টিকাগ্রহণকারীদের ওমরাহ পালনের অনুমতি দেয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত