এত সহজ নাকি

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:১৭

মনজুরুল আহসান বুলবুল
------------------------

অবশেষে ছুটি শেষ 
যাই ছুটে যাই ইশকুলে ; 
বন্ধুরা সব আয় ছুটে আয় 
'বন্দী' দিনের সব ভুলে । 

বানের পানি গ্রাম ঘিরেছে ; নায়ের মাঝি কই 
চুপ রবোনা  আমরাই আজ নায়ের মাঝি হই 
সকল বাঁধা পায়ে দলে ইশকুলে যাই দলে বলে 
কী আনন্দ ! আনন্দ আজ ;সকল বাঁধন ভুলে

বানের সাথে জীবন বাজি 
জীবন যুদ্ধের ছবি আঁকি; 
হারিয়ে দেবে আমাদের কেউ
এমন সহজ নাকি ! ?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত