একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৬৪৬৯, আরও ৫৯ জনের মৃত্যু

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১৬:৩০ | আপডেট : ৮ এপ্রিল ২০২৫, ১৩:০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এটি করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে, ২০২০ সালের ৩০ জুন ৬৪ জন মারা গিয়েছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫ জন।
এদিকে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন। এ নিয়ে সর্বমোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ৭৬৪।
বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। এ সময়ে ২৮ হাজার ১৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি নমুনা। এ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত