এই সিরিজ জয়ের দাবিদার বাংলাদেশ : বাটলার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:১৭ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২২

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হলো হোয়াইটওয়াশ। তিন ম্যাচেই বাংলাদেশ দারুণ খেলেছে, স্বীকার করলেন জস বাটলার। 

গত নভেম্বরে ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফি জয়ের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই হার মানে তারা। প্রথমবার বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি হারে। দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ হাতছাড়া হয়। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি হারলো ১৬ রানে। বাটলার বললেন, এই সিরিজ জয়ের দাবিদার বাংলাদেশ।

সিরিজে এমন ফল হওয়ার প্রত্যাশা করেছিলেন কি না প্রশ্নে বাটলার বলেছেন, ‘না, একদমই না। সিরিজ হারা ছিল সত্যিই হতাশাজনক। কিন্তু অবশ্যই বাংলাদেশ দলকে অভিনন্দন। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এই জয়ের দাবিদার।’

২০১৪ সালে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজ এবং ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এনিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো তারা। এই লজ্জা এড়াতে না পেরে হতাশ বাটলার। বিশেষ করে সেট হওয়ার পর রান আউট হওয়ায় নিজের প্রতি রাগ তার, ‘দুই বলে দুই উইকেট পড়ে যাওয়া ছিল বাজে। আমি ডাইভিং না দেওয়ায় ও ক্রিজ পার হতে না পারায় নিজের ওপর সত্যিই হতাশ। এর খেসারত দিতে হয়েছে আমাদের।’ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত