উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে কর্মজীবীদের চাপ, মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১১:৫০ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৪

ঈদের ছুটি শেষে উত্তরবঙ্গ থেকে ঢাকা ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষজন। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করছে বাস।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে ঢাকামুখী যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে চেপে সপরিবারে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। গণপরিবহণ না থাকায় নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে এসব যানবাহনে। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের।

এ ছাড়া যাত্রী পরিবহণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক ছাড়া, গাদাগাদি করে পরিবহণে উঠছে যাত্রীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত