ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা স্থানান্তর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৬ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কাঁচপুর শাখা, হাবিবুল্লাহ টাওয়ার, কাঁচপুর, নারায়ণগঞ্জ-এ স্থানান্তর করা হয়েছে। ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মোঃ আবদুল জব্বার, সোনারগাঁও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাঁচপুর শাখাপ্রধান মুহাম্মদ নাজমুল হাসান। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত