ওআইসির সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামাবাদে আফগান সংকট সমাধানের উপায় বললেন আব্দুল্লাহিয়ান
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৩ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২১:০৯
 
                                        
                                    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আজ (রোববার) ভোরে ইসলামাবাদ পৌঁছেছেন। তিনি সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, আফগান সংকট সমাধানের প্রধান উপায় হচ্ছে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করা।
আব্দুল্লাহিয়ান বলেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বিশেষ সম্মেলনের উদ্দেশ্য আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং তিনি আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরানের উদ্বেগ তুলে ধরার জন্য এ সম্মেলনে যোগ দেবেন।
আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিস্তার এবং গত কয়েক মাসে দেশটি থেকে ইরান অভিমুখে শরণার্থীদের ঢল নামাকে তিনি ইরানের প্রধান দু’টি উদ্বেগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, একটি ব্যাপকভিত্তিক ও অংশগ্রহণমূলক সরকার গঠন করা সম্ভব হলে আফগানিস্তানের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। ওআইসি সম্মেলন থেকে এ ব্যাপারে বিশ্ব সমাজের পাশাপাশি আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি সুস্পষ্ট বার্তা দেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরান ও পাকিস্তানের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুসুলভ সম্পর্কের কথা উল্লেখ করে আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তেহরান অগ্রাধিকার দেয় এবং পাকিস্তানকে একটি ভালো প্রতিবেশী দেশ বলে মনে করে।
আজ বিকেলে ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দু’দিন আগে খবর দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            