ইসলামপুর যুব ঐক্য মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ১৯:০৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৪
মু্ন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ এপ্রিল সদর পৌর মার্কেট দোতলায় সংগঠনের নিজ কার্যালয় থেকে ঈদ উল ফিতর উপলক্ষে যুব ঐক্য , মুন্সীগঞ্জ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে দুই দিন ব্যাপী ( বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদের সামগ্রী বিতরণ করা হবে । ৩০০ পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই দুইপদ, চিনি, নডুস,দুধ, তৈল,পিয়াজ,মুসুর ডাইল,আলু,এবং মুরগি।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন, সদস্য সচিব আবুল হাসেম বাবু, কোষাধ্যক্ষ রবিউল আউল রাবু ,সহ সংগঠনের সদস্য বৃন্দ।
উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন,আমাদের কে জানান মানুষের বিপদ-আপদে সুখে -দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।তাই আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকম করে যাচ্ছি।সে ধারাবাহিকতায় আজকের এ ঈদ সামগ্রী বিতরন।এ ছাড়া আমাকে সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের সকল সদস্য।আমি সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞপন করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত