ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমান ভূপাতিত করতে পারে নি হিজবুল্লাহর ড্রোন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৯ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৩:৫৮
অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরাইলের আকাশে সফলভাবে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়িয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, অক্ষত অবস্থায় মিশন শেষ করে লেবাননে ফিরে আসে ড্রোনটি।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন ‘হাসান’ নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় ৪০ মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
ইসরাইলের সামরিক বাহিনী এই ড্রোন ওড়ানোর কথা নিশ্চিত করে বলেছে, ড্রোনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং জঙ্গিবিমান দিয়ে ড্রোনটি প্রতিহত করার চেষ্টা করা হয়, তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
এর দুদিন আগে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, সংগঠনের যোদ্ধারা নিজেরাই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত