ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯
জর্ডানে ড্রোন হামলায় মার্কিন তিন সেনা নিহতের ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সেনাদের রক্ষার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলছেন, ইরানের সঙ্গে তারা যুদ্ধ চাইছে না।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই যুদ্ধ চাই না এবং সত্যি বলতে আমরা দেখতে পাচ্ছি যে, ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে চায় না।
বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার প্রতিশোধ নিতে বাইডেনের হাতে অনেক বিকল্প রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, ইরানের বাইরে ইরানি সেনাদের অবস্থানে বা ইরানে হামলা। অথবা আরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হামলায় জড়িত ইরানপন্থি গোষ্ঠীটির ওপর সুনির্দিষ্ট হামলা।
অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বাইডেনের দুর্বলতা ও আত্মসমর্পণের পরিণতি হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য স্থানীয় সময় রবিবার জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এই হামলা চালানো হয়। টাওয়ার ২২ নামে পরিচিত চৌকিতে রবিবারের হামলার আগ পর্যন্ত আগের কোনও হামলাতেই মার্কিন সেনা নিহত বা এত বেশি সংখ্যক সেনা আহত হয়নি। হামলার শিকার এই ঘাঁটিতে প্রায় ৩৫০ মার্কিন সেনা ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত