ইতালিতে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঈদ আনন্দ ও বনভোজন
প্রকাশ: ২৮ মে ২০২২, ২০:৫১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩
ইতালির ভেনিস বাংলা স্কুলের অভিভাবক ও শিক্ষাথীদের নিয়ে ঈদ আনন্দ ও বনভোজনের আয়োজন করে সান জুলিয়ানো পার্কে। সাথে ছিলো খেলাধুলার আয়োজন। দুপুরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিলো চোখে পড়ার মতো । ছিলো শিশুদের নিয়ে নানা খেলাধুলার আয়োজন । ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার ,রুনু আকতার, সোহেলা আক্তার বিপ্লবী, মো,শহিদুল ইসলাম সুজন, সোহেল মিয়া, রেয়াজ ইসলাম, কবির আহমেদ, সুরাইয়া আকতার, শিক্ষীকা দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি ও অভিবাবক বৃন্দ। ঈদ উপলক্ষে উপহার সরুপ সকল পুরস্কার প্রদান করেন সোহেলা আক্তার বিপ্লবী। তাই স্কুল পরিবার ও অভিবাভক সকলেই তাকে ধন্ন্যবাদ জানান। এমন একটি আয়োজনে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত