ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এর সঙ্গে রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতির সাক্ষাৎ
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৩১
ইতালির রাজধানী রোমের মেয়র কর্তৃক জারিকৃত এন্টি মিনি মার্কেট আইন কার্যকর হবার পুর্বেই বাংলাদেশ দূতাবাস রোম ইতালী র সহায়তা চেয়েছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামিম আহসান ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন । রাত ১০টার পর কোন মিনি মার্কেট খোলা থাকতে পারবে না, রাত ৮ টার পর কোন এলকোহল বিক্রি করা যাবে না ।অথচ ইতালীর ব্যবসায়ীক আইনে ২৪ ঘন্টা কিছু কিছু ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার আইন থাকলেও, সেটি উপেক্ষা করে নতুন আইন চাপানো হচ্ছে বলে প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীরা জানান। মান্যবর রাষ্ট্রদূত সমস্যা সমাধানে রোমের মেয়রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হলে, দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার্থে বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবেন বলে যানান রাষ্ট্রদূত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত